BRAKING NEWS

যাত্রীদের সামগ্রী চুরির অভিযোগে আরপিএফ-এর হাতে গ্রেফতার ছয়

গুয়াহাটি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ নিজেদের জোনের মধ্যে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত তল্লাশি অভিযানের সময় যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ছয়জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্টেশন ও ট্রেনে পরিচালিত তল্লাশি অভিযানে আরপিএফ গুয়াহাটি, ডিমাপুর, কিষাণগঞ্জ, কাটিহার, আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি প্রভৃতি রেলওয়ে স্টেশন প্রায় ৭২.৫ হাজার টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উদ্ধারকৃত মূল্যবান সামগ্রী সহ ধৃতদের সংশ্লিষ্ট জিআরপি-এর ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন। বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি আলিপুরদুয়ার আরপিএফ টিম আলিপুরদুয়ারের সিপিডিএস এবং সিআইবি টিমের সাথে যৌথভাবে ০২৫১৭ নম্বর আপ কলকাতা-গুয়াহাটি স্পেশাল ট্রেনে এসকর্ট দেওয়ার সময় প্রায় ২০ হাজার টাকা মূল্যের দুটি চুরি করা মোবাইল ফোন সহ একজনকে আটক করে। একই দিনে গুয়াহাটির আরপিএফ টিম সিআইবি টিমের সাথে যৌথভাবে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তল্লাশি অভিযান চালানোর সময় প্রায় ১০ হাজার টাকা মূল্যের দুটি চুরি করা মোবাইল ফোন সহ এক ব্যক্তিকে আটক করেছে।

এছাড়া ১৫ ফেব্রুয়ারি নিউ জলপাইগুড়ি আরপিএফ-এর এসকর্ট টিম ১৫৬৫৭ নম্বর আপ ব্রহ্মপুত্র মেলে পাহারা দেওয়ার সময় প্রায় ৯.৫ হাজার টাকা মূল্যের দুটি চুরি করা মোবাইল ফোন সহ এক ব্যক্তিকে আটক করে।

১৪ ফেব্রুয়ারি কাটিহারের (ইস্ট) আরপিএফ টিম এবং সিপিডিএস ও জিআরপি টিম যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় ৩ হাজার টাকা নগদ ও একটি চুরি করা লেডিস পার্স সহ একজনকে আটক করে। একই দিনে কিষাণগঞ্জের আরপিএফ টিম নিউ জলপাইগুড়ির সিআইবি টিমের সাথে যৌথভাবে কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি চুরি করা মোবাইল ফোন সহ একজন ব্যক্তিকে আটক করে।

১৩ ফেব্রুয়ারি ডিমাপুরের আরপিএফ টিম ১৫৬৬৬ নম্বর ডাউন বিজি এক্সপ্রেসে ডিমাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি চুরি করা মোবাইল ফোন সহ একজন ব্যক্তিকে আটক করে।

সব্যসাচী দে জানান, চলতি বছরের জানুয়ারি মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার এবং প্রায় ৬.৫২ লক্ষ টাকা মূল্যের ৪০টি মোবাইল, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ইত্যাদি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *