আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। ওই ঘটনায় গুরুতর আহত আরও তিনজন। উদয়পুর বাগমা করইয়ামুড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, আজ উদয়পুর বাগমা করইয়ামুড়া এলাকায় দুইটি ছোট প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ঘটনাস্হলেই মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। মৃতার নাম দেবাদ্রিতা চৌধুরী। আহতরা হলেন আদিত্য সাহা, লক্ষ্ণী সাহা এবং গাড়ি চালক সমীর রায়। তাদের সকলের বাড়ি আগরতলা।
আরও জানা গিয়েছে, উদয়পুর মাতাবাড়ি পুজো দিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি। অপরদিকে আগরতলা দিক থেকে আসা গাড়ির যাত্রীরা আহত হয়েছেন। দমকলকর্মীরা তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে
।

