BRAKING NEWS

 এগিয়ে চলো সংঘে নিত্যানন্দ স্মৃতি প্রাইজমানি ক্যারাম সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে চলো সংঘ আয়োজিত নিত্যানন্দ স্মৃতি প্রাইজমানি ক্যারাম প্রতিযোগিতা শেষ হয়েছে। ডাবলস বিভাগে রাজেশ সাহা ও সৌমেন দাস জুটি চ্যাম্পিয়ন হয়েছে। আকাশদীপ সাহা ও কুন্দন আচার্য পেয়েছে রানার্স খেতাব। সিঙ্গেলস বিভাগে আকাশদীপ সাহা চ্যাম্পিয়ন এবং সৌমেন দাস রানার্স খেতাব পেয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। প্রতিযোগিতা শেষে আজ এক বিশেষ অনুষ্ঠানে সংঘের প্রেসিডেন্ট চঞ্চল নন্দী, প্রাক্তন সভাপতি শংকর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সচিব তথা সিনিয়র মেম্বার দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, বর্তমান সম্পাদক সুমন্ত গুপ্ত এবং ‍‍এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দারুন ভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সচিব সুমন্ত গুপ্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *