আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: ২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। কিন্তু ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার ১০ বছরে চাকুরী দিয়েছে মাত্র ৮ লক্ষ। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের একথা বলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস।
এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রোজগার দাও, ন্যায় দাও অ্যাপের সূচনা করা হয়। এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস, যুব কংগ্রেস নেতা পার্থ প্রতিম দত্ত সহ অন্যান্যরা।
সাংবাদিক সম্মেলনে রাখু দাস, অভিযোগ করেন ২০১৪ সালে বছরে ২ কোটি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। কিন্তু ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার ১০ বছরে চাকুরী দিয়েছে মাত্র ৮ লক্ষ। বর্তমানে দেশের যুবরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝড়ে যাচ্ছে পাপড়ি। কারন প্রতিশ্রুতি দিয়েও হল না বছরে দুই কোটি চাকুরী।
দেশের যুবরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। রাম মন্দির নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। কিন্তু রাম মন্দির উদ্বোধন করে ফেলেছেন। রাহুল গান্ধী বাড়ে বাড়ে বলছেন কংগ্রেস কোন ধর্মের বিরুদ্ধে নয়। ধর্মের ভিত্তিতে কংগ্রেস মানুষকে ভাগ করতে চায় না। দেশের মোট জন সংখ্যার ৬৫ শতাংশ যুব। তার মধ্যে বেকারের হাত ২৫ শতাংশের অধিক। কংগ্রেস সরকারের সময় বেকারের হার ছিল ১৭ শতাংশ।