BRAKING NEWS

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের সুপারিশ করা সত্ত্বেও হচ্ছে না কাজ, অভিযোগ বাম বিধায়কের

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাম বিধায়ক নয়ন সরকার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার জন্য সুপারিশ করা সত্ত্বেও সেইসব উন্নয়নমূলক কাজ করানো হচ্ছে না বলে গুরুতর অভিযোগ মিলেছে। তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন বিধায়ক।

উন্নয়ন তহবিল থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না। একের পর এক রিকমেন্ডেশন দিলেও কাজ হচ্ছে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ আনলেন তিন নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। এ সমস্যার সমাধানের জন্য তিনি মুখ্য সচিব এবং জেলা শাসককে চিঠি দিয়েছিলেন বলে জানান।

২০২৩ সালে বামুটিয়া বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নয়ন সরকার। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে এলাকাতে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন বিধায়ক নয়ন সরকার।

তিনি বলেন বেশ কয়েকটি কাজ মিলে প্রায় ২৭ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য রিকমেন্ডেশন দেওয়া হয়েছে মোহনপুর মহকুমা শাসককে। কিন্তু আজ পর্যন্ত কাজ শুরু হবে দূরের কথা, ইস্টিমেট পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ করলেন বিধায়ক। এই সমস্যার সমাধানের জন্য মুখ্য সচিব এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে লিখে অভিযোগ করলেন বিধায়ক নয়ন সরকার। তিনি দাবি করেন এলাকার উন্নয়নের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সঠিকভাবে কাজ বাস্তবায়নের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *