জম্মু, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক ড্রোনের গতিবিধি নজরে এল সেনাবাহিনীর। ড্রোনটিকে দেখতে পাওয়া মাত্রই কয়েক রাউন্ড গুলি চালায় সেনাবাহিনী, এরপর ওই ড্রোনটি ফিরে যায়। শুক্রবার সকাল ৭.১০ মিনিট নাগাদ মানকোটে মেন্ধর এলাকার কে জি সেক্টরের বালোনি এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে একটি ড্রোন উড়তে দেখেন সেনা জওয়ানরা।
সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সেনা জওয়ানরা গুলি চালান, এরপর ওই ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

