ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৪ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে। গেমস এন্ড স্পোর্টসের চতুর্থ পর্যায়ে শনিবার ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পক্ষকাল আগে ব্যাডমিন্টন সিঙ্গেলস এবং রাজ্য স্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের পর গত মঙ্গলবারে লুডো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ক্রিকেট টুর্নামেন্টের পর ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ডাবলস, চাইনিজ চেকার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় শহর সংলগ্ন ভোলাগিরি মাঠে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৪৮ জন ক্রিকেটার সাংবাদিককে চারটি দলে ভাগ করে নকআউট প্রথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, মহিলা সাংবাদিক ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারপার্সন অলক ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই ঠিক ৯টার মধ্যে ভোলাগিরি মাঠে রিপোর্ট করতে স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আহবান রেখেছেন।
2024-02-16