BRAKING NEWS

 সিপাহীজলা অভয়ারণ্যে জেআরসি ও টিম অধিকর্তার প্রীতি ক্রিকেটে রানের বন্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। দুই ইনিংসে পাঁচ শতাধিক রান। তাও প্রীতি ক্রিকেট ম্যাচে।‌ সময় স্বল্পতার কারণে টি-২০ ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১৬ করা হলেও সার্বিক অর্থে উপভোগ্যকর ম্যাচে ক্রিকেটেরই যেন জয় হয়েছে। খেলা সাংবাদিক ক্রিকেটারদের নিয়ে গড়া দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব বনাম বন্ধু প্রতিম প্রতিপক্ষ সিপাহীজলা চিড়িয়াখানা অধিকর্তা একাদশ। সিপাহীজলা অভয়ারণ্যের ভেতরে সবুজে ঘেরা দর্শনীয় মাঠে খেলা শুরুতে টসে জিতে অধিনায়ক তথা ডাইরেক্টর নিজে পুরো টিম নিয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে গৌতম ঘোষের সেঞ্চুরি, লক্ষণ পালের অর্ধশতক উল্লেখযোগ্য। জেআরসি-র পক্ষে বিশ্বজিৎ দেবনাথ দুটি এবং অভিষেক দে একটি উইকেট পান। ‌ জবাবে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব দীর্ঘদিন পর এত বড় স্কোরকেও চ্যালেঞ্জ জানালে শেষ পর্যন্ত ম্যাচটা রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছে। মিল্টন ধর-এর ৯৯ রান এবং বিশ্বজিৎ দেবনাথের ৬৮ রানের পাশাপাশি সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা অভিষেক দেববর্মা, সুমন সাহার দুর্দান্ত ব্যাটিং এবং মনোজিৎ দাস, বাপন দাস ও সায়ন সাহার বোলিং শেষ পর্যন্ত ম্যাচটাকে রোমাঞ্চকর করে তোলে। জেআরসি-র অন্যান্য খেলোয়াড় বিষ্ণুপদ বণিক, দিব্যেন্দু দে অনির্বাণ দেব এর ভূমিকাও ছিল অনস্বীকার্য। আম্পায়ারের ভূমিকায় সৌরভ মোদক ও তাপস দেবনাথ দারুণভাবে ম্যাচটি পরিচালনা করেছেন। খেলার শুরু এবং শেষে বিশেষ অনুষ্ঠানে ডিএফও সুমিত দে, অধিকর্তা বিশ্বজিৎ দাস, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, পৃষ্ঠপোষক অলড্রিন মজুমদার, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ প্রমুখ খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যেককে স্মারক উপহার ও সুদৃশ্য ট্রফি তুলে দেন। জেআরসি-র সম্পাদক অভিষেক দে এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে অধিকর্তা বিশ্বজিৎ দাস ধন্যবাদ সূচক বক্তৃতায় আগামী দিনেও এ ধরনের ম্যাচ আয়োজন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *