আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: গোপন সূত্রের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে বিশালগড় থানাধীন লালসিংমুড়া মণ্ডপটিলা এলাকার সুখেন মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে সুখেন মিয়ার বাড়ি থেকে ১৫ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।

