কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শুক্রবার সকালে সুকান্তবাবুকে দেখতে হাসপাতালে পৌঁছে স্টাইল করে দাঁড়াতেও দেখা মিঠুন চক্রবর্তীকে। বিজেপি রাজ্য সভাপতির শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগে অসুস্থ হয়ে যখন মিঠুন চক্রবর্তী হাসপাতালে ছিলেন, তখন তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবাক অসুস্থ সুকান্তবাবুকে দেখতে হাসপাতালে গেলেন মিঠুন চক্রবর্তী।