দেহরাদূন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন মহেন্দ্র ভাট। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ বিজেপি নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি মহেন্দ্র ভাট। প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।
মহেন্দ্র ভাট মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “মহেন্দ্র ভাটকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছে, আমি এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত, দলের কর্মীরাও খুশি।”

