কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে উত্তর জেলার আগর মার্কেটের

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৫ ফেব্রুয়ারি:  কিছুদিনের মধ্যেই উত্তর জেলার কুর্তি বিধানসভার বড়গোল এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আগর মার্কেটের। মন্ত্রী টিংকু রায়ের অক্লান্ত প্রচেষ্টার ফল ভোগ করতে চলেছে আগর ব্যবসায়ীরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫৪কদমতলা কুর্তি বিধানসভার বড়গোল এলাকায় তৈরি করা হবে আগর মার্কেট। 

এই আগর মার্কেট তৈরির জন্য শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অল্প কিছুদিনের মধ্যে। তার  প্রস্তুতি নিয়ে কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেবের অফিস কক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

উপস্থিত ছিলেন জেলা বনদপ্তরের আধিকারিক সুমন মালা, মহকুমার বনদপ্তরের আধিকারিক সুব্রত সেন, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগন।

 ২০১৮ সালে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ী ও ও আগর চাষীদের কথা দিয়েছিলেন বর্তমান মন্ত্রী টিংকু রায় বিজেপি দল ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হলে আগর ব্যবসায়ীদের আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স প্রদান এর পাশাপাশি কদমতলায় তৈরি করা হবে আগের মার্কেট। বর্তমানে আগরের একটি অস্থায়ী মার্কেট রয়েছে দক্ষিণ কদমতলা এলাকায়।

 দক্ষিণ কদমতলা এলাকায় অস্থায়ী আগের মার্কেট উদ্বোধনে এসে কথা দিয়েছিলেন মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে স্থায়ী একটি আগর মার্কেট ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী টিংকু রায় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বড়গুর এলাকায় তৈরি করা হবে স্থায়ী আগর মার্কেট।

৫৪ কদমতলা কুর্তি বিধানসভা এলাকার সাধারণ জনগণ আগর চাষের উপর নির্ভরশীল। তাই স্থায়ী মার্কেট নির্মাণ হবে বলে জানতে পেরে খুশি আগর ব্যবসায়ী সহ আগর চাষীরা। গোটা রাজ্যের মধ্যে একমাত্র সবচেয়ে বেশি গুণগতমানের  আগর চাষ হয় কদমতলা কুর্তি বিধানসভা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *