নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা হরদীপ সিং পুরীকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন, নগর পরিকাঠামো উন্নয়নে হরদীপ সিং পুরীর কাজ প্রশংসনীয়। হরদীপ সিং পুরীর সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা। নগর পরিকাঠামো উন্নয়নে তাঁর কাজ প্রশংসনীয়। ভারতকে পেট্রোলিয়াম সেক্টরে স্বনির্ভর করার ক্ষেত্রেও তিনি সর্বাগ্রে রয়েছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”