মায়োর্কা,স্পেন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): টেনিস ইতিহাসে সেরা খেলোয়াড় কে? এই প্রশ্নটি রাখা হয়েছিল এই টেনিসেরই সর্বকালের অন্যতম আর এক সেরাকে। তিনি হলেন রাফায়েল নাদাল। তাঁর জবাব, নোভাক জোকোভিচই হলেন ‘ইতিহাসের সেরা’। স্প্যানিশের এক বৈদ্যুতিন চ্যানেলে কথা বলতে গিয়ে গতকাল এ কথা বলেছেন নাদাল। তাঁর ভাষায়, ‘পরিসংখ্যান সেটাই বলছে। আমার কাছে সে–ই ইতিহাসের সেরা।’
এখনও পর্যন্ত সার্বিয়ান কিংবদন্তি জোকোভিচ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন। ছেলেদের টেনিসে তাঁর চেয়ে বেশি কেউ গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। আর একটি গ্র্যান্ড স্লাম জোকোভিচ জিততে পারলে মার্গারেট কোর্টকেও পেছনে ফেলবেন। এরফলে মহিলা ও পুরুষ মিলিয়েই এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক হবেন জোকোভিচ।