BRAKING NEWS

ধলেশ্বরে শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদ আয়োজিত দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১৫ ফেব্রুয়ারি।। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন বেসরকারি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে আকর্ষণীয় প্রাইজের ক্রিকেট টুর্নামেন্ট। মূলত যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার বার্তা নিয়েই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। আর এতে করে ব্যাপক ছাড়াও লক্ষ্য করা যাচ্ছে টুর্নামেন্ট গুলিতে। বুধবার রাতে আরো একবার এমনটা দেখা গেল রাজধানী আগরতলার ধলেশ্বর স্থিত স্বামী দয়ালানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। ধলেশ্বর শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ধলেশ্বর প্রিমিয়ার লিগ সেভেন এ সাইড দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন রাতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ, সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য, রানা ঘোষ, ক্লাব সভাপতি মনিষ সাহা সহ আরো বিশিষ্ট জনেরা। দিবারাত্রি এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার আগে পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা। সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই পাঁচদিন ব্যাপী  ক্রিকেট টুর্নামেন্টে প্রচুর সংখ্যক দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে আয়োজক সংগঠনের সদস্যরা সহ স্থানীয়দের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *