BRAKING NEWS

মোহনপুরে আকর্ষণীয় পুরস্কারে ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৫শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১৫ ফেব্রুয়ারি।। নেশা থেকে বিরত থাকার পাশাপাশি খেলাধুলার প্রতি যুবকদের আরও অধিকতর মনোনিবেশ করতে বিজেপি দুই নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে চলেছে আকর্ষণীয় প্রাইজের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট।যা মোহনপুর মহকুমার মধ্যে সবথেকে বড় পরিসরের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এটি। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে মোহনপুরস্থিত মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক  আলোচনায় মিলিত হলেন কর্মকর্তারা। অটল বিহারী বাজপেয়ি স্মৃতি নকআউট এই ক্রিকেট টুর্নামেন্ট কে সফল করে তুলতে চলছে এখন জোরদার প্রস্তুতি। টুর্নামেন্ট কমিটির সভাপতি জয়লাল দাস জানান দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচালিত হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে যেসব দল অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ২২ শে ফেব্রুয়ারীর মধ্যে নাম নথিভূক্ত করতে হবে।নাম নথিভুক্তের সময় টিম গুলোকে  ২০০০ টাকা এন্ট্রি ফি জমা দিতে হবে।চ্যাম্পিয়ন টিমকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে একটি পালসার বাইক। তাছাড়া রানার্স টিম সহ প্রতিটি খেলার সেরা খেলোয়াড়দের জন্যে থাকবে আকর্ষণীয় পুরস্কার।স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে আগামী ২৫ শে ফেব্রুয়ারি মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শুরুয়াত হবে এই টুর্নামেন্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *