নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারিঃ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। এখানে সবাই সমান। প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে যোগদান সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৬৬ জন আইনজীবী বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ডঃ অশোক সিনহা, সুবল ভৌমিক সহ অন্যান্যরা।
এদিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে দেশের এক করুণ অবস্থা ছিল। দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন প্রত্যেকেই। তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে। এমনকি রাজ্যের উন্নয়নও সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে সাধারণ মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ জনসাধারণের উন্নয়নে একমাত্র বিজেপি সরকার কাজ করছে। দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এভাবেই ঐক্যবদ্ধভাবে জনগণের উন্নয়নে কাজ করলে আগামীদিনে এই উন্নয়ন আরও তরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।