নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ ফেব্রুয়ারি: নানা কায়দায় রাজ্য থেকে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। তবে পুলিশের তৎপরতায় এসব গাঁজা পাচারকারিদের আটক করতে তৎপরতা অব্যাহত রয়েছে। তাতে ইতিমধ্যেই সাফল্য আসছে।
অভিনব কায়দায় রাজ্য থেকে নিষিদ্ধ গাঁজা পাচার ভেস্তে দিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। এবার ধানের তুষের বস্তার আড়ালে থাকা একটি লরির গোপন চেম্বার থেকে প্রায় কোটি টাকার নিষিদ্ধ গাঁজা জব্দ করল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশ। এই কান্ডে লরি চালককেও আটক করতে সক্ষম হয়েছে চুড়াইবাড়ি থানার পুলিশ।
জানা গেছে বুধবার সরস্বতী পুজোর দুপুরে এনএল০১-এজি-৫৬৩২ নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার লরি আগরতলা খয়েরপুর বাইপাস থেকে বহির্রাজ্যে করিমগঞ্জের উদ্দেশ্যে পাড়ি দেবার মতলবে রাজ্যের শেষ পুলিশি চেকগেইট উত্তর ত্রিপুরা জেলায় চুরাইবাড়ি থানার সম্মুখে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস দলবল নিয়ে লরিটিকে আটক করেন।
পরবর্তীতে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, ধর্মনগর ডিসিএম টি মগ, ওসি সমরেশ দাস গাড়িটিতে তল্লাশি চালান।
এতে লরির ভিতরে গোপন চেম্বারের সন্ধান পায় পুলিশ। পরে তাদের উপস্থিতিতে ধানের তুষ বোঝাই লরিটিতে তল্লাশি করে তুষের বস্তার নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে ৫২প্যাকেটে ৪৩৭কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। যার কালোবাজারী মূল্য প্রায় এক কোটি টাকার মত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পরে এই কান্ডে লরি চালককে গ্রেফতার করা হয়।তার নাম বিককি কুমার যাদব(২৪), পিতার নাম রামানন্দ রায়, বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলার রাঘবপুর থানার চাঁদপুরা এলাকায়।
ধৃতের বিরুদ্ধে চুরাইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিতে তদন্ত শুরু করেছে। তবে ইদানীংকালের সর্ববৃহৎ উওর জেলার নেশা সামগ্রী গাঁজা আটক করতে সক্ষম হয়েছেন চুরাইবাড়ি থানার পুলিশ ।