আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আসাম রাইফেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে আসাম রাইফেলস। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১.৭৩৬ কোটি টাকা হবে।
আসাম রাইফেল এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন সংবাদে গতকাল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই আসাম রাইফেলসের জওয়ানরা অভিযান চালানো হয়েছিল। অভিযানে নেশাকারবারির কাছ থেকে ৪৩৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১.৭৩৬ কোটি টাকা হবে।