আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৪ জন ব্যক্তি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে সোনামুড়া মহকুমা হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক তাঁদের জিবি হাসপাতালে স্থানান্তর করেছে।
জানা গিয়েছে, গতকাল রাতে মেলাঘর থেকে অটো করে কাঁকড়াবনের উদ্দ্যেশে যাচ্ছিলেন রিঙ্কু দেবনাথ এবং দীপক দেবনাথ। তখন মোহনভোগ কালাপানিয়া এলাকায় আসামাত্র অপর দিক থেকে একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়ে আহত হয়েছে চারজন ব্যক্তি। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে সোনামুড়া মহকুমা হাসপাতলের নিয়ে গিয়েছে। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁদের জিবি হাসপাতালে স্থানান্তর করেছে।

