আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: ফের নাকা চেকিং এ আসাম পুলিশের হাতে পাথর বোঝাই গাড়ি থেকে আটক প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফসিরাপ।
আসাম পুলিশের জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন কার মতো নাকা চেকিং এর সময় এএস- ২৮-এসি-০৫৩০ নাম্বারের একটি চিপস পাথর বোঝাই লরিকে আটক করা হয়।
এ লরিতে তল্লাশি চালিয়ে পাথরের নিচ থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। বিভিন্ন প্যাকেটে মোট ১৭৮০০ বোতল কফসিরাপ উদ্ধার করা হয়েছে এদিন। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
তবে গাড়ির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।