ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। পুনরায় ত্রিপুরা থেকে ফুটবলার নিযুক্তির কাজ শুরু করতে যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এবার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুর ইসকো স্টিল প্লান্ট এর সেইল ফুটবল একাডেমির জন্য। এ উপলক্ষে প্রিলিমিনারি সিলেকশন ট্রায়াল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ১-১-২০০৪ থেকে ৩১-১২-২০০৬ এর মধ্যে যাদের জন্ম, ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। গোলকিপারের ভূমিকায় খেলোয়াড়দের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং অন্যান্য পজিশনের ফুটবলারদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। উপযুক্ত ফুটবলারদের দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সুভেনজিৎ সিনহা অথবা সুজিত ঘোষের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে ফোনে ৯৮৬২৪৭৬৩২২ অথবা ৮২৫৮৮২৬৮০০ নম্বরে যোগাযোগ করতে টিএফএ-র পক্ষ থেকে সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।