ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাজ্যের বিরোধী দলরা লাভবান হওয়ার চিন্তাভাবনা করেছিল: বিপিন দেববর্মা

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাজ্যের বিরোধী দলরা লাভবান হওয়ার চিন্তাভাবনা করেছিল। আজ সংবাদিক সম্মেলনে বিরোধী দলের বিরুদ্ধে সুর চড়ালেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন ছাড়া ত্রিপুরা উন্নয়ন সম্ভব নয়। বিজেপি – আইপিঅফটি জোট সরকার জনজাতি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রোমান হরফে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন তিনি আরও বলেন, অতিসত্ত্বর জনজাতি ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

তাঁর কথায়, দীর্ঘ দিনের এই জনজাতি ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয় নি। কিন্তু বিজেপি সরকার জনজাতিদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *