নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে অভিযান চালিয়ে নগদ ৩১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। ইডির আধিকারিকরা মঙ্গলবার অর্থ তছরূপ মামলার তদন্তের স্বার্থে অভিযান চালিয়ে নগদ ৩১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা জানিয়েছেন যে তাঁরা একটি অর্থ তছরূপ মামলার তদন্ত করতে গিয়ে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের একাধিক স্থানে তল্লাশি অভিযান চালায়। সেই অভিযান চালিয়ে ইডি “বেহিসাবহীন” নগদ ৩১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ), ২০০২-এর অধীনে এই মামলাটি সূর্য নারায়ণ রেড্ডি এবং ভরথ রেড্ডি নামে দুই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। কর্নাটকের বেল্লারিতেএসংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তারই ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা।