আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি দোকান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে ওই দোকানটি। রাজধানীর বাধারঘাট এলাকায় ট্রান্সপোর্টের দোকান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
ঘটনার বিবরনে দোকান মালিক জানিয়েছেন, হঠাৎ দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার চেচাঁমেচি শুরু করেছিল।সাথে সাথে খবর দেওয়া হলে ছুটে এসে দমকলকর্মীরা।প্রতিবেশী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই দোকান। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।