আগরতলা, ১২ ফেব্রুয়ারিঃ রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে ত্রিপুরা সরকার। সাংবাদিক সম্মেলনে এই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এতোদিন যেভাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতায় দুটি ভাষা বাংলা ও রোমান হরফে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল সেইভাবেই আগামীদিনেও টিবিএসই- এর পরীক্ষা হবে। পাশাপাশি টিএসএফ এর নেতৃত্বদের দ্বারা পরিচালিত অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ ডাকার প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে। তবে এভাবে সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করা কোনোভাবেই উচিত নয়। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, আগে টিবিএসই বোর্ডে যেভাবে বাংলা ও রোমান হরফ দুটোতেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো একইভাবে আগামীদিনেও পরীক্ষা নেওয়া হবে। তবে সিবিএসই বোর্ডের চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী নিজে চিঠি দিয়েছেন, তবে সেখান থেকে এখনো কোনো উত্তর আসেনি। তাই সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ে রাজ্য সরকার এখনো কিছুই সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও বলেন, এর আগের বেশ কিছু বছরের তথ্য থেকে দেখা গেছে যে রোমান হরফে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ২ শতাংশেরও কম। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার কোনো ভাষাকেই অমর্যাদা করেননা। তাই প্রত্যেকভাষাকে সম্মান জানিয়েই বাংলা ও রোমান হরফ উভয়ভাবেই পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি টিএসএফ দ্বারা পরিচালিত এই বনধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

