আগরতলা, ১২ ফেব্রুয়ারি : তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফ – এর ডাকা বনধের প্রভাব পড়ল বিশ্ববিদ্যালয়ে। ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে সোমবার সকালে।
ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের এই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, সোমবার অর্থাৎ ১২.২.২৪ তারিখে বিশ্ব বিদ্যালয়ের অধীনে ইউ জি, পি জি, ডিপ্লোমা সহ সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও শেষ মুহূর্তে এই বিজ্ঞপ্তির ফলে কিছুটা হয়রানির শিকার হয়েছেন ছাত্র-ছাত্রীরা। রবিবার রাত থেকেই সোমবার পরীক্ষা হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন ছাত্র-ছাত্রীরা। সোমবার পরীক্ষার সময়সূচির কিছুক্ষণ আগেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তরফে।