ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি : ধর্মনগরের শিববাড়িস্থিত শিব মন্দিরের দুটি প্রণামির বাক্স ভেঙ্গে অর্থ চুরি করে গিয়ে যায় চোরের দল সোমবার ভোররাতে। আজ সকালে এই খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ধর্মনগর থানার পুলিশ এসে সমস্ত ঘটনা নথিভুক্ত করে নিয়ে যায়।
এদিকের এলাকাবাসীরা তাদের যার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি দিয়ে তদন্ত শুরু করে। তদন্তে সিসিটিভি ক্যামেরাতে এলাকার রাজ পাল নামে এক যুবককে চুরি করতে দেখে স্থানীয়রা। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। জানা যায় তার বাড়ি শিব মন্দিরের এলাকায়।
সে বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করে। তার পিতা মৃত, মা রমা রানী পাল। সে জানিয়েছে তার চুরি করা প্রণামীর অর্থের পরিমাণ ৫০০ টাকার মত হবে কিন্তু পূজারীদের কথা অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি প্রাণীর বাক্সে অন্ততপক্ষে তিন থেকে পাঁচ হাজার টাকা সংগৃহীত হয়। যদিও অভিযুক্ত যুবক রাজ পাল জানিয়েছে সে অভাবে পড়ে চুরি করেছে। ধর্মনগর শহর জুড়ে চুরি কান্ড চলতে চলতে সোমবার ভোরের এই চুরির ঘটনা একটা বিশাল চাঞ্চল্য সৃষ্টি করেছে শহর জুড়ে।