আগরতলা, ১২ ফেব্রুয়ারিঃ ধর্মঘট করে কোনো লাভ নেই, এগুলিতে শুধুমাত্র সাধারণ মানুষের হয়রানি হয়। তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের ইস্যুতে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
তিনি এই বিষয়ে নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, গোটা বিষয়টি দেখছে প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। তবে এই ধর্মঘট করে কোনো লাভ হবে না। রাস্তা আটকে, রেল আটকে শুধুমাত্র সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে।