অযোধ্যা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অযোধ্যাধামে রামলালা দর্শনে উপস্থিত হয়েছেন। সোমবার কেজরিওয়াল এবং মানের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন। এছাড়াও এএপি দলের অনেক কর্মীরাও তাদের সঙ্গে এদিন অযোধ্যায় আসেন। উভয় মুখ্যমন্ত্রীকে মহর্ষি বাল্মিকি বিমানবন্দরে দলের রাজ্য সভাপতি সভাজিৎ সিংয়ের নেতৃত্বে ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয়। সেখান থেকেই সবাই শ্রী রাম জন্মভূমি দেখার জন্য অযোধ্যাধামের উদ্দেশ্যে রওনা হন।
আম আদমি পার্টির প্রধানকে ২২ জানুয়ারী মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি পরে তাঁর পরিবারের সঙ্গে মন্দিরে যেতে চান। সেই মতোই কেজরিওয়াল এবং ভগবন্ত মান স্বপরিবারে অযোধ্যায় রামলালার দর্শনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন।