আগরতলা, ১২ ফেব্রুয়ারি : আজ সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সামনেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে কোনোভাবেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তাই বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে ফের হাত মেলাতে চাইছে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কংগ্রেস এখনো এই বিষয়ে কিছুই জানায়নি। তিনি বলেন বিরোধী ভোট যেন ভাগ না হয় তাই বিরোধী শক্তিকে একজোট হয়ে নির্বাচনে লড়াই করা খুবই জরুরি। তবে কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।
তিনি এদিন সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন রাম মন্দির প্রতিষ্ঠার আনন্দে উল্লাসে মেতে উঠে বিজেপি দল তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। এদিকে তিপ্রা মথার বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, তিপ্রা মথা রাজ্যের প্রধান বিরোধী দল হলেও তারা কাজের কাজ কিছুই করতে পারছে না। বিজেপির সঙ্গে এক গোপন সম্পর্কে জড়িত তিপ্রা মথা। তিনি বলেন, টিআইএসএফ- এর ডাকা বনধ নিয়ে বিজেপি রাজনৈতিকভাবে কিছুই বলেনি। তিপ্রা মথা যে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবী করছে তারও কোনো ভিত্তি নেই বলে এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।