BRAKING NEWS

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত গড়তে  দেশবাসী এক  নয়া সকল্প নিয়ে কাজ করছে: দ্বাদশ রোজগার মেলায় বলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ১২ ফেব্রুয়ারী : আজ আগরতলার শালবাগানে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে দ্বাদশ রোজগার মেলার রাজ্যস্তরের অনুষ্ঠানে রাজ্যের ৪৩ জন সহ মোট ৪৬ জনের হাতে ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক, বিএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় বিভাগে ও সংস্থায় নিয়োগপ্রাপ্তদের হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়| এই নিযুক্তিপত্রগুলি প্রার্থীদের হাতে তুলে দেন কেন্দ্রীয় সামজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কুমারী প্রতিমা ভৌমিক| অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি বলেন, দেশের ৪৭ টি স্থানে আজ একযোগে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে| এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সারা দেশে এক লক্ষের অধিক যুবদের কেন্দ্রীয় বিভিন্ন দফতর, মন্ত্রক ও সংস্থায় চাকরির নিযুক্তিপত্র বন্টন করেন|

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন দিশারী উদ্যোগের সাফল্যের উল্লেখ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর বলিষ্ঠ কর্মকান্ডের মধ্য দিয়ে দেশবাসী বর্তমানে এক নয়া ভারত দেখছেন| ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে দেশবাসী এক নতুন সকল্প নিয়ে কাজ করছেন| কুয়েতে বন্দী ভারতীয়দের মৃত্যুদন্ড বিলোপ করে তাঁকে নিরাপদে দেশে দেশে ফিরিয়ে আনার খবর উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্যই তা সম্ভব হয়েছে| শ্রীমতি ভৌমিক বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করে প্রধানমন্ত্রী শ্রী মোদী সারা দেশের কৃষকদের সম্মানিত করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকদের পদ্মশ্রী সম্মানিত করেছেন। তিনি বলেন, আগরতলার স্মৃতি রেখা চাকমা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন, যিনি ফুল থেকে রস সংগ্রহ করে জৈব রঙ তৈরী করে বস্ত্র বয়ন করে চেলেছেন| প্রধানমন্ত্রী শ্রী মোদি তাঁর এই ব্যতিক্রমী প্রতিভার খুঁজে বের করেছেন এবং সম্মান জানিয়েছেন| তেমনি এরাজ্যের আধ্যাত্মিক নেতা চিত্ত মহারাজ দেববর্মাকে পদ্মশ্রী পুরস্কারের কথা উল্লেখ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, শ্রী চিত্ত মহারাজ আদিবাসী ও অ-আদিবাসীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে চলেছেন।

মন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ আজ সারা বিশ্বের কাছে সমাদৃত হচ্ছে| প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা ও নেতৃত্বে দেশ আজ কৃষক, শ্রমিক, মহিলা ও গরিব সকল অংশের মানুষের কল্যানে ও তাঁদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য কাজ করে চলেছে| লক্ষ্য নতুন ভারত গঠন এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠন করা| তিনি বলেন, যুব অংশের রোজগার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণে এপর্যন্ত ১২টি রোজগার মেলার মাধ্যমে যুবদের হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়েছে| আজকের এই দ্বাদশ রোজগার মেলার মাধ্যমে সারা দেশে এক লাখের অধিক যুবক-যুবতী কেন্দ্রীয় মন্ত্রক, কেন্দ্রীয় দফতর, রাষ্ট্রায়ত্ব সংস্থা ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিযুক্তি পেলেন|  তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে সরকার উচ্চ শিক্ষিত দের জন্য স্টার্ট-আপ যোজনা চালু করেছেন, তেমনি মুদ্রা যোজনা ও পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে নিম্ন আয়ের কারিগরদের সুলভে ঋণ ও প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভর হবার সুযোগ করে দিয়েছে| এদিন রাজ্য থেকে পাওয়া নিযুক্তিপত্র প্রাপকদের অভিনন্দন জানিয়ে শ্রীমতি ভৌমিক প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন অনুযায়ী নতুন ভারত গঠনে যথাযথ দায়বদ্ধতা ও দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যাওয়ার জন্য তাঁদের প্রতি আহবান জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *