অসম বাজেট ২০২৪ : মাইক্ৰো ফিন্যান্সে ঋণগ্ৰহীতা গরিব মহিলাদের স্বস্তি দেওয়ার ব্যবস্থা অৰ্থমন্ত্ৰী অজন্তার

গুয়াহাটি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বাজেটে মাইক্ৰো ফিন্যান্সে ঋণগ্ৰহীতা গরিব মহিলাদের স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। আজ সোমবার রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে সুখবরের বার্তা সংবলিত ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ।

বাজেট ভাষণে অর্থমন্ত্ৰী অজন্তা বলেন, ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান হচ্ছে এক অভিলাষী অভিযান। এর লক্ষ্য, আমাদের মহিলাদের উদ্যোগী হিসেবে গড়ে তোলা। এই অভিযানের উদ্দেশ্য, অমৃতকালে আমাদের মহিলা উদ্যোগীদের আয় বৃদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে তাঁদের সফল করা।’

অর্থমন্ত্রী বলেন, ‘সমগ্ৰ রাজ্যে কয়েকটি শৰ্ত সাপেক্ষে গ্ৰামাঞ্চলের আত্মসহায়ক গোটগুলির ৩৯,৬৭,৭৪৩ জন মহিলা সদস্যকে ১০ হজার টাকা করে উদ্যমিতা তহবিল আমরা প্ৰদান করব।’

অসম বিধানসভায় পেশকৃত বাজেটে তৃতীয় শ্ৰেণির ঋণগ্ৰহীতা গরিব মহিলাদের সাহায্য প্ৰদান করা হবে বলে জানান অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ। বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, আসাম মাইক্ৰো ফিন্যান্স উৎসাহবর্ধক ও স্বস্তি প্ৰকল্পের অধীনে প্ৰথম পৰ্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্ৰেণির প্ৰায় ১২ লক্ষ ঋণগ্রহীতা মোট ২,০৮১ কোটি টাকার আৰ্থিক সাহায্য লাভ করেছেন।

বাজেটে দাখিলকৃত প্ৰস্তাব অনুযায়ী, ২০২১-এর ৩১ মাৰ্চ পর্যন্ত যাঁদের অ্যাকাউন্ট নন্ পারফকর্মিং অ্যাসেট (এনপিএ)-এ পরিণত হয়েছে এবং ২৫,০০১ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মূলধন আদায় দেওয়া বাকি, সে সকল মহিলাকে আৰ্থিক সাহায্য প্ৰদান করা হবে। এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবৰ্ষে ৫৫০ কোটি টাকা বরাদ্দের প্ৰস্তাব রাখা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২১-২২ অর্থবর্ষে প্ৰথম শ্ৰেণির ৮,১৯,০১৩ জন ঋণগ্রহীতার জন্য ১,৮৯৩ কোটি টাকা রিলিজ করা হয়েছিল। এদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে প্রথম শ্ৰেণির ৫৩,৭২৬ জন ঋণগ্রহীতার জন্য ১০৭ কোটি টাকা এবং একই অর্থবর্ষে দ্বিতীয় শ্ৰেণির ৯৭,৯৩৮ জন ঋণগ্রহীতার জন্য ১৯০ কোটি টাকা রিলিজ করেছিল সরকার। এবার ২০২৩-২৪ অর্থবর্ষে তৃতীয় (প্রথম পর্যায়) ২৫ হাজার টাকা কে ২,২২,৯৪৯ জন ঋণগ্রহীতার জন্য ২৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বছরের বাজেটে এই প্রকল্পের অধীনে তৃতীয় শ্ৰেণির ঋণগ্ৰহীতা গরিব মহিলাদের স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের অর্থমন্ত্রী অজন্তা নেওগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *