ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি: সীমান্ত অতিক্রম করে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা রাগনা সীমান্তে আরো এক বাংলাদেশীকে আটক করেছে। ভারতের অন্যান্য রাজ্যে বাংলাদেশিরা নিশ্চিন্তে ঘুরে বেড়ালেও ত্রিপুরাতে তাদের জন্য প্রশাসন বেশ কঠোর। সামান্য অসঙ্গতি দেখলেই বাংলাদেশীদের আটক করছে সীমান্ত সুরক্ষা বাহিনী অথবা রাজ্য পুলিশের কর্তারা।
সোমবার সকালে রাগনা সীমান্ত দিয়ে পারাপারের সময় ১৩৯ নং সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়ে জাহিদ মিয়া নামে ৩২ বছরের এক যুবক। তার পিতার নাম আয়াদ মিয়া, বাড়ি সুলতানপুর ফেন্সিগঞ্জ। উল্লেখ্য জাহিদ মিয়া জানায়, সে ২০১৪ সালে প্রথমবার দালাল চক্রের সাহায্যে ভারতের প্রবেশ করে ব্যাঙ্গালোরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল।
দুই বছর পর পর সে বাড়িতে যায় দালাল চক্রের সাহায্যে। এবারও বাংলাদেশের এক দালাল সেলিম মিয়াকে চার হাজার টাকা দিয়েছিল তাকে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপার করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সোমবার সকালে সীমান্ত পারাপারের সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে সে ধরা পড়ে। তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে।