নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারিঃ
তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের বনধ অগণতান্ত্রিক। এই বনধ মানছে না শাসক দল। রোমান হরফের দাবীতে তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা বনধের ইস্যুতে রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপির জনজাতি মোর্চার সদস্যরা। সাক্ষাৎ শেষে জনজাতি মোর্চার সদস্যরা জানিয়েছেন, তিপ্রা মথার ছাত্র সংগঠনের ডাকা বনধের ইস্যুতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখে করেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন গত বিধানসভা অধিবেশনের আগে ও অধিবেশন শেষ হওয়ার পরদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারপার্সনকে চিঠি দিয়েছেন। এই ধর্মঘটের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়, বরং সরকারের সাথে বসে এই বিষয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। তাই তিপ্রা মথার ছাত্র সংগঠনকে বনধের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জনজাতি মোর্চার নেতৃত্বরা।