নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): আগামীকাল উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের দর্শনে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সপরিবারের রামলালার দর্শন করবেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও রামলালার দর্শনে যাবেন আগামীকাল। ভগবন্ত মানও সপরিবারের রামমন্দিরের দর্শনে যাবেন।
রবিবার আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আগামীকাল তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রামমন্দির পরিদর্শনে যাবেন। আগামীকাল রামমন্দির দর্শনে যাবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

