BRAKING NEWS

২০২৪ সালে আমাদের সরকার গঠন হলে তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হবে : মল্লিকার্জুন খাড়গে

লুধিয়ানা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার পঞ্জাবের লুধিয়ানায় এক জনসভায় খাড়গে বলেছেন, “যদি তাঁরা (কেন্দ্রীয় সরকার) তিনটি কৃষি আইন বাতিল না করে, আমাদের সরকার ২০২৪ সালে গঠিত হবে এবং আমরা এই আইনগুলি বাতিল করব।” খাড়গে আরও বলেছেন, “তাঁরা তিনটি কৃষি আইন স্থগিত করলেও, তা বাতিলের বিজ্ঞপ্তি এখনও আসেনি। আসলে বিক্ষোভ শেষ করতে তাঁরা আইন স্থগিত করেছে, এটা মোদীর চালাকি।”

খাড়গে এদিন আরও বলেছেন, “আমি পঞ্জাবের কৃষকদের অভিনন্দন জানাই, যারা ৩টি কালো কৃষি আইনের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। সুনির্দিষ্টভাবে কৃষকদের শেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের কৃষিকে গুটিকয়েক কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে। কিন্তু আপনাদের আন্দোলন কৃষিকে বাঁচিয়েছে। স্বাধীনতার পর প্রথমবার, প্রতিটি কৃষকের ওপর হেক্টরপ্রতি ২৫ হাজার কর আরোপ করা হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *