আগরতলা, ১০ ফেব্রুয়ারি:শুধুমাত্র বাংলা হরফে ককবরকের উত্তরপত্র লিখার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষীতে রাজ্যের তিপ্রা মথা ছাত্র সংগঠন আগামী ১২ই ফেব্রুয়ারী থেকে যে অনির্দিষ্টকালীন ধর্মঘট ঘোষনা করেছে তাতে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই অনভিপ্রেত ঘটনাবলীর জন্য সম্পূর্ণভাবে বিজেপি- আইপিএফটি জোট পরিচালিত রাজ্য সরকার দায়ী।
বিবৃতিতে বলা হয়েছে, গত দেড় দশকের বেশী সময় ধরে ত্রিপুরার ককবরক ভাষী ও ককবরক প্রেমী ছাত্রছাত্রীরা পর্ষদের পরীক্ষায় বাংলা ও রোমান উভয় হরফই ব্যবহার করে আসছে। এতে কোন অসুবিধাই হচ্ছিলনা। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অধীনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায়ও ছাত্রছাত্রীরা রোমান হরফ ব্যবহার করছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে লুসাই (মিজো) ছাত্রছাত্রীরাও রোমান হরফেই তাদের উত্তরপত্র লিখে আসছে। তাহলে পর্ষদ হঠাত করে কেন এই সিদ্ধান্ত নিতে গেল?
এর পেছনে আরএসএস-এর হস্তক্ষেপকেই দাবি করেছে সিপিআইএম। আরএসএস-বিজেপি এদেশে হিন্দু আর হিন্দি-র বাইরে অন্য কারো বিকাশ চায়না বলে অভিযোগ করেছে সিপিএম। ককবরক ভাষা ও সংস্কৃতির বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই রাজ্য সরকারের নির্দেশে পর্ষদের এই তুঘলকী সিদ্ধান্ত বলে জানিয়েছে সিপিআইএম। ।
এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিআইএম।