নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : লালকৃষ্ণ আডবানি এবং কর্পুরী ঠাকুরের পর এবার আরও তিনজনের নাম ভারতরত্ন সম্মান দেওয়ার জন্য ঘোষণা করা হল। এঁনারা তিনজন হলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং ডঃ এম এস স্বামীনাথনজি। এই সম্মান ঘোষণার পর প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তিনি শুক্রবার সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এঁনাদের ভারতরত্ন প্রদানে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই সম্মান জানানোকে স্বাগত জানাচ্ছি। সোনিয়া শুক্রবার সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং সবুজ বিপ্লবের জনক ডঃ এমএস স্বামীনাথনজিকে ভারতরত্ন প্রদানে আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রবীণ কংগ্রেস নেতা রাজীব শুক্লা এই সম্পর্কে বলেছেন, চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং ডঃ এম এস স্বামীনাথনজি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতরত্ন সম্মানকে রাজনীতির বাইরের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন শুক্লা।