মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবি, ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক টিআইএসঅফ-র

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহার নিয়ে রাজ্যে অস্থিরতার সম্ভাবনা তৈরী হয়েছে। তিপ্রা মথার ছাত্র সংগঠন টিআইএসঅফ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে। পর্ষদ পরিচালিত পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের লিখিত প্রতিশ্রুতি মিললেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে হুশিয়ারী দিয়েছে টিআইএসঅফ।

জনৈক ছাত্র নেতা বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী কিছুদিন আগে বলেছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা ও রোমান উভয় হরফে লেখা যাবে। কিন্তু তিনি সেই কথা থেকে সরে গিয়েছেন। তিনি বলছেন পরীক্ষায় শুধু বাংলা হরফেই লিখতে হবে। এরই প্রতিবাদ জানিয়েছে টিআইএসঅফ।

এদিন তিনি আরও বলেন, ২০২০ শিক্ষানীতিতে বলা হয়েছে ছাত্র ছাত্রীরা আঞ্চলিক ভাষা দিয়ে লেখাপড়া করা যাবে। কিন্তু রাজ্যে দেখা গেছে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘন করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্প ত্রিপুরায় বাস্তবায়িত হচ্ছে না। এরই প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে। শুধু জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহনকে ছাড়া হবে।

সংগঠনের দাবি, পর্ষদ পরিচালিত পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের লিখিত প্রতিশ্রুতি মিললেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *