নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সংসদের ক্যান্টিনে সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। সাংসদদের সঙ্গে এদিন একসঙ্গে বসে দুপুরের খাবার খান প্রধানমন্ত্রী।এইসময় মোদী সাংসদদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন, ডিটিপি নেতা রাম মোহন নাইডু, বিএসপির রীতেশ পান্ডে, বিজেপির লাদাখের সাংসদ জাময়াং নামগিয়াল, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগুন, বিজু জনতা দলের সস্মিত পাত্র এবং বিজেপির মহারাষ্ট্রের সাংসদ হিনা গাবিত।