BRAKING NEWS

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুশল জৈন স্মৃতি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। ২০ তম কুশল ওপেন ২০২৪-এর ক্যাপটেনস মিট সহ ড্র অনুষ্ঠান আজ রাজ্য টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাসে অনুষ্ঠিত হয়েছে । সংস্থার সভাপতি বিধান রায়, সহ সভাপতি প্রণব চৌধুরী, সম্পাদক সুজিত রায়ের উপস্থিতিতে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর দেবপ্রিয় দাস (ঋষি) এই ড্র করেন। জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা এবং চিন্ময় দেববর্মাও উপস্থিত ছিলেন। আজ, শুক্রবার অনুষ্ঠিত উল্লেখযোগ্য সিঙ্গেলস ম্যাচের মধ্যে, শীর্ষ বাছাই এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাংলার অবিনাংসু বোরঠাকুর ওএনজিসির হরিহর দেববর্মাকে সহজ ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন। এছাড়াও বাংলাদেশের তরুণ মুহাম্মদ হায়দার স্থানীয় ছেলে অভিরূপ সরকারকে ৫-৪ (১১-৯) 

এ পরাজিত করেন। উভয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ৯ঃ০০ টায় অনুষ্ঠিত হবে। উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমূখ অতিথিবর্গ উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *