BRAKING NEWS

জম্মু ও কাশ্মীরের সোপোরে থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ, ধৃত ২

শ্রীনগর, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকা থেকে অস্ত্র এবং গোলাবারুদ সহ ২জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, সোপোরে থানা এলাকায় গত বছর হওয়া একটি সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি মামলার তদন্তের স্বার্থে গিয়ে নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার রাতে অস্ত্র ও গোলাবারুদ সহ ২জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার এক জঙ্গির ভাই আব্দুল রশিদ নাজারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে বাহিনী আইইডি, পিস্তল, গুলি ও অন্যান্য আপত্তিকর ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করেছে। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, আব্দুল রশিদ নাজারকে হেফাজতে নেওয়ার পরে তার জিজ্ঞাসাবাদে তিনি একই ধরণের নাশকতামূলক কার্যকলাপে সোপোরের বাসিন্দা আব্দুল জামিল লারাহের জড়িত থাকার কথা প্রকাশ করে। এরপরই এই ২জনকে জঙ্গিদের সহযোগী সন্দেহে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *