ধর্মনগর শহরে দূর্ঘটনা রুখতে ট্রাফিক আইনে বেশ কিছু রদবদল : ভানুপদ চক্রবর্তী

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরে দূর্ঘটনা রুখতে ট্রাফিক আইনে বেশ কিছু রদবদল করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে ট্রাফিক আইন নিয়ে একথা বলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

এদিন তিনি বলেন, মূলত ট্রাফিক আইনের রাস্তা গুলো কেমন করে পরিচালনা করা হবে তা নিয়ে এক বিস্তৃত আলোচনা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলকে সচল রাখতে ট্রাফিক আইনে বেশ কিছু রদবদল করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ধর্মনগর শহরের কয়েকটি রাস্তাকে ওয়াই ওয়ে রাস্তায় ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে তা কার্যকরী করা হবে। এই নিয়ম সমস্থ যানবাহন চালককে মানতে হবে। কেউই যদি নিয়ন ভঙ্গ করার চেষ্টা করে তাহলে তাঁদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।