ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সংস্কৃতি কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে : সুব্রত চক্রবর্তী

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সংস্কৃতি কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে বৈঠক শেষে একথা বলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী।

এদিন তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক স্টেট তথ্য সংস্কৃতির এডভাইজারি কমিটির এক গুরুত্বপূর্ণ
অনুষ্ঠিত হয়েছে। সারা বছর রাজ্যে যে সংস্কৃতি অনুষ্ঠান চলতে থাকে তা নিয়েই আজকের এই বৈঠক।

তাঁর কথায়, আগামীবছর রাজ্যের সংস্কৃতি কর্মকাণ্ড কি কি হবে তার একটা রূপরেখা প্রাথমিকভাবে স্থির করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *