নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ৫ বছরের মধ্যে দেশ কী কী পেতে চলেছে তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আগামী ৫ বছরে খেলাধুলায়, বিশ্বে ভারতের তরুণদের শক্তি স্বীকৃত হবে। আগামী ৫ বছরে পাল্টে যেতে চলেছে ভারতের গণপরিবহন। আগামী ৫ বছরে বুলেট ট্রেন এবং বন্দে ভারত সম্প্রসারণ দেখবে দেশ।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আগামী ৫ বছরে, মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর বিশ্বে প্রতিধ্বনিত হবে এবং আমরা ইলেকট্রনিক্সে নেতা হব। আমি রাষ্ট্রসঙ্ঘের মাধ্যমে বাজরার জন্য একটি অভিযান শুরু করেছি। সেই দিন বেশি দূরে দেখছি না, যখন আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের গ্রামের ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত সুপারফুড বাজরা বিশ্ববাজারে পাওয়া যাবে। ড্রোন কৃষকদের জন্য একটি নতুন শক্তি হবে। আমি নিশ্চিত যে পশুপালন এবং মাছ চাষ বৃদ্ধি পাবে এবং আমরা রেকর্ড তৈরি করতে যাচ্ছি।”