পরিবহণ দফতরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরাতে বলেছিল হাইকোর্ট। রাজ্য বেশ কয়েকটি জায়গা বিকল্প বাস স্ট্যান্ড হিসেবে বেছেছে। সেই তালিকার প্রথমেই রয়েছে সাঁতরাগাছি। বুধবার তারই সূচনা হল।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁতরাগাছি থেকে ৫৬টি নতুন সরকারি বাসের যাত্রার সূচনা করেন। এগুলি সবই দূরপাল্লার। আপাতত এগুলি সাঁতরাগাছি থেকে চলাচল শুরু করবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এ দিন মুখ্যমন্ত্রীর হাতে বাস-ভেসেল এবং অন্যান্য প্রকল্প ধরে মোটি ৭৫টি নতুন কর্মসূচি শুরু হয়।

স্নেহাশিস জানান, রাজ্য সরকার নতুন ২৬৫টি বাস কিনছে। সেই বাসগুলি ধাপে ধাপে পরিবহণ দফতরকে হস্তান্তর করছে। বুধবার পরিবহণ দফতরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং ডব্লিউবিটিসির অধীনে ৫৬টি নতুন ইলেকট্রনিক বাস আজ রাস্তায় নামে। এ ছাড়াও রয়েছে এক ঝাঁক প্রকল্প। ১৫টি বাস টার্মিনাস, ডিপো ও যাত্রী শেল্টারেরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। ওই ২৫০ কোটি প্রকল্পের পাশাপাশি এদিনই প্রায় ১০০ কোটি টাকার নয়া জেটি ও জাহাজেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

ওই সরকারি মঞ্চ থেকে পরিবহণ দফতরের আরও ৩০টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে রয়েছে গঙ্গার ঘাট ও জেটি সংস্কারের কাজও। ৫৬টি নতুন বাসের মধ্যে ৩১টি বাসই উত্তরবঙ্গে যাতায়াত করবে। উত্তরবঙ্গের যাত্রী দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের টিকিট অমিল হওয়ায় অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। এই রুটে বেশ কিছু বেসরকারি বাস চলে। তারও টিকিটের চাহিদা আকাশছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *