হাওড়া, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : উলুবেড়িয়াতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগে লজিস্টিক হাব তৈরি করছে অ্যামাজন। আগামী দিনে আরও একাধিক শিল্প সংস্থা এই জেলায় শিল্পস্থাপন করতে চলেছে। যার ফলে আগামী দিনে হাওড়ায় আরও দেড় লক্ষের বেশি ছেলেমেয়ের চাকরি হবে।
বুধবার সাঁতরাগাছিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যে হাওড়ায় সাড়ে ৫ হাজার শিল্পে সাড়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চাকরি হয়েছে ৬৭ হাজার মানুষের। আগামী দিনে আরও ২০ হাজার ৩০০-র বেশি শিল্পে ১১ হাজার ৮৩৩ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।
মুখ্যমন্ত্রীর কথায়, “হাওড়ায় এখন শিল্পে জোয়ার এসেছে। আগামী দিনে ১ লক্ষ ৬০ হাজার ছেলেমেয়ের চাকরি হবে এই জেলাতেই। ইতিমধ্যে হাওড়ায় তৈরি হয়েছে ১৭টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। রয়েছে ৩৫ টি ক্লাস্টার। সেখানে প্রায় তিন লক্ষ মানুষ কাজ করে।“
এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রকল্পে প্রায় ৭০০ কোটি টাকার পরিষেবা তুলে দেওয়া হয়। এর ফলে উপকৃত হবেন জেলার প্রায় দেড় লক্ষ মানুষ।