রেগার মুজরির দাবিতে উত্তাল হেজামারা, ব্লকে তালা

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : রেগার মুজরির দাবিতে হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দিয়েছে তিপ্রা মথার নেতৃত্বকারীরা। পাশাপাশি তাঁরা পথ অবরোধ করেন। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক।

জনৈক অবরোধকারী অভিযোগ, দীর্ঘ কয়েকমাস যাবৎ হেজামারা ব্লকে রেগার মুজরি পাচ্ছেন না শ্রমিকরা। এ বিষয়ে একাধিক বার ব্লক অফিসের অধিকারীদের জানানো হলেও তাঁরা সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। হেজামারা নয় আরো বিভিন্ন ব্লকে রাগার মুজরি সঠিক সময়ে পাচ্ছেন না। তাঁদের রেগার মুজরি আটকে রাখা হয় বলে অভিযোগ।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও হেজামারা ব্লকে তিপ্রা মথার নেতৃত্বে আন্দোলন সংঘটিত করা হয়েছিল। তারপর ও বকেয়া টাকা পরিশোধ করা হয় নি। তাই আজ বাধ্য হয়ে এই প্রতিবাদ সংঘটিত করা হয়েছে।