, ধলাই, ৬ ফেব্রুয়ারি: ধলাই জেলায় স্কুলের রাঁধুনি,সমগ্র শিক্ষার শিক্ষকদের বেতন আজও হয়নি। তাতে বাড়ছে অসন্তোষ। ধলাই জেলায় সমগ্রশিক্ষার কাজে নিয়োজিত শিক্ষকদের মাসিক বেতন ভাতা ৬ ফ্রেব্রয়ারী অবধি মিলেনি। সরকারী রেগুলার শিক্ষকদের মতো সমকাজ করেও স্বল্প বেতন ভাতা ছাড়া মিলেনা কিছুই। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ অতিক্রান্ত হয়ে গেছে বেতনের কোন দেখা নেই। ফলে কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ।
অপরদিকে রান্নার কাজে নিয়োজিত রাঁধুনিরা তিনমাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। তাদের দাবি অঙ্গনওয়ারী কেন্দ্রের রাঁধুনিরা যদি মাসে সাড়ে চার হাজার টাকা পায়, স্কুলের রাঁধুনিরা কেন দুই হাজার টাকা পাবেন। তাও আবার দুই, তিন মাসে একবার, আবার কোন কোন সময়, তিনমাস কাজ করলে দুই মাসের বেতন মিলে একমাস বকেয়া থাকে।
সংবাদ সূত্রে জানা যায় ধলাই জেলায় সমগ্রশিক্ষার কাজে নিয়োজিত কোন শিক্ষকরা বেতন ভাতা পান নি। কবে বেতন ভাতা মিলবে তা অফিসবাবুরাও সঠিকভাবে বলতে পারছেন না। অবিলম্বে বেতন ভাতা প্রদান স্বাভাবিক না হলে তারা আন্দোলনে নামবে বলেও হুশিয়ারি দিয়েছেন।